ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের সংলাপ প্রস্তাবের নিন্দা উ. কোরিয়ার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের ‘লোক দেখানো’ সংলাপ প্রস্তাবের নিন্দা জানিয়েছেন এবং তিনি তার পরমাণু ক্ষমতাধর দেশের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ নীতি অব্যাহত রাখায় জো বাইডেনের প্রশাসনকে অভিযুক্ত করেন। 

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়েছে। খবর এএফপি’র

নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগ করবে এমন বিষয়ে কিম ও তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হ্যানয় সম্মেলন ভেঙ্গে যাওয়ার পর থেকেই পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা একেবারে স্থবির হয়ে পড়তে দেখা যাচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র কোন ধরনের শর্ত ছাড়াই যেকোন সময় যেকোন স্থানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদের সাথে বৈঠকের প্রস্তাব দিয়ে আসছে। যদিও বলা হয়, আলোচনায় পরমাণু নিরস্ত্রিকরণের চেষ্টা চালানো হবে।

সরকারি রোদং সিনমুন সংবাদপত্র পরিবেশিত খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের প্রতারণা ও শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড এবং তাদের সম্প্রসারিত শত্রুতামূলক নীতির আড়ালে ওয়াশিংটনের সংলাপের এমন প্রস্তাব লোক দেখানো ছাড়া আর কিছুই না। তাই কিম তাদের এমন প্রস্তাবের নিন্দা জানিয়েছেন।

উত্তর কোরিয়ার এক দলীয় পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেয়া এক দীর্ঘ ভাষণে  তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের আওতায় ‘আমাদের বিরুদ্ধে মার্কিন সামরিক হুমকি ও শত্রুতাপূর্ণ নীতির মোটেও কোন পরিবর্তন ঘটেনি বরং আরো জোরদার করা হয়েছে।’

উত্তর কোরিয়া এ সপ্তাহে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর কিমের এমন মন্তব্য প্রকাশ করা হলো। চলতি মাসের গোড়ার দিকে তারা সফলভাবে দূর পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলেও জানায়।

অত্যাধুনিক প্রযুক্তির সর্বশেষ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কারণে উত্তর কোরিয়াকে একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি